বাংলাদেশ-ফিলিস্তিন শিক্ষা সহযোগিতা জোরদার: শিক্ষা উপদেষ্টার সাথে রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক: শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সাথে আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস. ওয়াই. রমজান (Yousef S.Y. Ramadan)।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে শিক্ষা খাতে সহযোগিতা বাড়ানো এবং পারস্পরিক উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা হয়। শিক্ষা উপদেষ্টা জানান, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করে আসছে। এর জন্য রাষ্ট্রদূত বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাষ্ট্রদূত জানান, গাজায় চলমান সংকটময় সময়ে বাংলাদেশ থেকে শিক্ষা গ্রহণ করা ৪১ জন চিকিৎসক আহতদের সেবায় নিয়োজিত রয়েছেন, যা ফিলিস্তিনবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান। এ মানবিক সহায়তার জন্য ফিলিস্তিন সরকার এবং জনগণের পক্ষ থেকে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের শিক্ষা সহায়তা ফিলিস্তিন সরকার অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে। ভবিষ্যতে ফিলিস্তিন স্বাধীন হলে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ফিলিস্তিনে উচ্চশিক্ষার সুযোগ করে দিয়ে বাংলাদেশের অবদানের প্রতিদান দেওয়ার ইচ্ছা পোষণ করেন তিনি। এ সময় তিনি জানান, ফিলিস্তিনের শিক্ষামন্ত্রী খুব শিগগিরই বাংলাদেশ সফর করতে আগ্রহী।
সাক্ষাৎ শেষে উভয়পক্ষই শিক্ষা খাতে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
বিআলো/তুরাগ