তেজগাঁওয়ে পেশাদার ছিনতাইকারী রনি গ্রেফতার
dailybangla
04th Aug 2025 6:45 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁও থানা এলাকা থেকে পেশাদার ছিনতাইকারী হুমায়ুন কবির ওরফে রনি (২৬) কে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ। সোমবার (৪ আগস্ট ২০২৫) রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তথ্যসূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত রনি এলাকায় দুর্ধর্ষ ছিনতাইকারী ও মাদক কারবারি হিসেবে পরিচিত। তিনি তেজগাঁও থানা, তেজগাঁও শিল্পাঞ্চল থানা এবং শেরেবাংলা নগর থানাসহ আশপাশের এলাকায় নিয়মিত ছিনতাই, চুরি ও মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
তার বিরুদ্ধে সংশ্লিষ্ট তিন থানায় মোট ১০টি মামলা রয়েছে বলে জানা গেছে। বর্তমানে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বিআলো/তুরাগ