জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন: পিবিপ্রবিতে আলোচনা ও সাংস্কৃতিক আয়োজন
পিরোজপুর প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে আজ ৫ আগস্ট পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেন বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বক্তব্য দিতে গিয়ে অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, “যারা মরতে চায়, তাদের কেউ মারতে পারে না। জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ ছিল নিঃস্বার্থ ও ঐতিহাসিক।” তিনি জানান, আন্দোলনে কমপক্ষে ১,৪০০ ছাত্র ও সাধারণ মানুষ প্রাণ দিয়েছেন এবং শুধু ৫ আগস্ট বিকেলে আধাঘণ্টায় ৫২ জনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে বিবিসি বাংলার খবরে উঠে এসেছে। সাভারে ৬ জনকে পুড়িয়ে মারার ঘটনাও তুলে ধরেন তিনি।
উপাচার্য আরও বলেন, “১৯৫২, ১৯৭১, ১৯৯০ এবং সর্বশেষ ২০২৪—আমরা প্রতিটি সময়েই যুদ্ধ করেছি অধিকার আদায়ের জন্য। দ্বিতীয় স্বাধীনতার এই বিজয় যেন ব্যর্থ না হয়, সেই লক্ষ্যে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
সভায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল আউয়াল, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং স্থানীয় সাংবাদিক জিয়াউল আহসান। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রিফাত হোসেন (পরিসংখ্যান), মীম আক্তার (মনোবিজ্ঞান), মারুফ হোসেন (সিএসই) ও শাদাব হাসিন (গণিত)।
বক্তারা সবাই জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে বলেন, এই আন্দোলন শুধু একটি তারিখ নয়, এটি আমাদের অধিকার সচেতনতা ও দায়িত্ববোধের প্রতীক। বক্তারা শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনে রাষ্ট্রীয় উদ্যোগ জোরদারের আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সূচনা করা হয়। পরে শিক্ষার্থীরা নাটক, নাচ, গান ও আবৃত্তির মাধ্যমে আন্দোলনের চেতনা ও শহীদদের স্মৃতি জীবন্ত করে তোলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিআলো/তুরাগ