ঝালকাঠিতে জেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
মনিরুজ্জামান মনির: ঝালকাঠিতে জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগষ্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে ঝালকাঠি জেলা বিএনপির বিজয় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগস্ট ২০২৫) সকাল ১০ ঘটিকায় ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. সৈয়দ হোসেন এর সভাপতিত্বে এই র্যালী পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বৈরাচার আওয়ামী সরকারের আমলে নির্যাতিত ছাত্রদল ও যুবদলের সোনালী অতীত; জেলা বিএনপির সদস্য সচিব- জনাব এ্যাড. শাহাদাৎ হোসেন।
এসময় আরো বক্তব্য রাখেন- সদর উপজেলা বিএনপির সভাপতি -অধ্যাপক এস এম এজাজ হোসেন, শহর বিএনপির সভাপতি -এ্যাড. নাছিমুল হক নাছিম , শহর বিএনপির সাধারণ সম্পাদক -আনিসুর রহমান তাপু, সদর উপজেলার সাধারণ সম্পাদক- মোঃ খোকন মল্লিক এবং জেলা যুবদলের আহ্বায়ক ( ভারপ্রাপ্ত) -মোঃ তুহিন হোসেন ও সদস্য সচিব- এ্যাড. আনিসুর রহমান খান সহ জেলা যুবদল এবং শহর ও উপজেলা যুবদলের নেতৃবৃন্দ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সহ শহর ও উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ হাজার হাজার ছাত্র জনতা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. শাহাদৎ হোসেন বলেন -শহীদদের রক্তের শপথ নিয়ে বলতে চাই; বাংলাদেশে আমরা কোন দূর্নীতি হতে দিবো না। আমরা লড়াই করে দ্বিতীয়বার যে স্বাধীনতা ফিরিয়ে এনেছি তার সম্মান আমাদেরকেই রক্ষা করতে হবে। কোন কিছুর বিনিময়েই শহীদদের রক্ত বৃথা যেতে দিবো না।
তিনি আরো বলেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ৩১ দফা বাস্তবায়নের সুফল সাধারণ জনগণের কাছে বুঝাতে হবে।
অন্য বক্তারা আরও উল্লেখ করেন, দেশকে একটি সুষ্ঠু রাজনৈতিক ধারায় ফিরিয়ে আনতে হলে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে জাতীয় ঐক্যের মাধ্যমে আগামীর পথ তৈরি করতে হবে।
দিনব্যাপী এই কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও উৎসাহ লক্ষ্য করা যায়। শান্তিপূর্ণভাবে র্যালি ও সমাবেশ সম্পন্ন হওয়ায় সাধারণ জনগণও স্বস্তি প্রকাশ করেন।
বিআলো/ইমরান