মাদারীপুরের ডাসারে দুই শিক্ষা প্রতিষ্ঠানে দুদকের অভিযান
মোঃ হেমায়েত হোসেন খান, মাদারীপুর: মাদারীপুরের ডাসারে শিক্ষক নিয়োগে অনিয়মসহ নানা দুর্নীতির অভিযোগে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) দিনব্যাপী এই অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালিত হয় ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয় এবং শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে। অভিযানে নেতৃত্ব দেন জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামান এবং উপ-সহকারী পরিচালক মো. সাইদুর রহমান অপুসহ চার সদস্যের একটি টিম।
সহকারী পরিচালক আখতারুজ্জামান জানান, সরকারি মহিলা মহাবিদ্যালয়ে ছয়জন শিক্ষক ও কর্মচারী নিয়োগে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। শিক্ষা অধিদপ্তরের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও ম্যানেজিং কমিটি এসব নিয়োগ সম্পন্ন করে। অভিযানে প্রাথমিকভাবে সংশ্লিষ্ট কাগজপত্র চাওয়া হলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তা দেখাতে ব্যর্থ হয় এবং রবিবার পর্যন্ত সময় চেয়েছে।
অন্যদিকে শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে বিভিন্ন আর্থিক ও প্রশাসনিক অনিয়মের তথ্য সংগ্রহ করা হয়েছে। জানা গেছে, কলেজটির অধ্যক্ষ ও তার স্ত্রী বর্তমানে ভারতে অবস্থান করলেও বাংলাদেশ থেকেই নিয়মিত বেতন উত্তোলন করছেন। বিষয়টি যাচাই করে বিধিবহির্ভূত হলে কমিশনের অনুমোদন সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে দুদক জানিয়েছে।
শশীকর কলেজের অধ্যক্ষ দূর্লভানন্দ বাড়ৈ বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ বিষয়ে আমি হাইকোর্টে রিট করেছি।
এদিকে ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকিয়া সুলতানা বলেন, “উপর মহলের মৌখিক নির্দেশনায় শিক্ষক-কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে।
দুদক জানায়, তদন্তের স্বার্থে উভয় প্রতিষ্ঠানের কাগজপত্র যাচাই-বাছাই চলছে এবং প্রমাণ মিললে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিআলো/এফএইচএস