রাষ্ট্র গঠনে মানবতার রাজনীতি জরুরি: আল্লামা ইমাম হায়াত
নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাজনিত সমস্যা সমাধান করে মানবিক মূল্যবোধ-ভিত্তিক একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের জন্য ‘মানবতার রাজনীতি’ চালুর আহ্বান জানিয়েছেন আল্লামা ইমাম হায়াত।
মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। তিনি ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলুশন বাংলাদেশ ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
আল্লামা ইমাম হায়াত বলেন, “মানবতার রাজনীতির মাধ্যমেই একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন সম্ভব। রাষ্ট্রে নিরাপত্তা, অধিকার ও স্বাধীনতা নিশ্চিত না হলে মানুষের প্রকৃত কল্যাণ সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন হলেও তাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ। প্রকৃত নিরপেক্ষতার পরিবর্তে এখানে অপকৌশল, হিংস্রতা ও অপরাজনীতির বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে।”
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, “কিছু রাজনৈতিক গোষ্ঠী ধর্মের অপব্যবহার করে উগ্রবাদ ও জঙ্গিবাদ ছড়ানোর চেষ্টা করছে। ইসলামের নামে জনগণের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে তারা রাষ্ট্র দখলের ষড়যন্ত্র করছে। সরকারকে এসব ষড়যন্ত্র রুখে নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে।”
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্টে ‘১/১১-এর পদধ্বনি’ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আল্লামা হায়াত বলেন, “১/১১ সরকারের মতোই বর্তমান পরিস্থিতিও বিদেশি প্রভাবিত ও গণতন্ত্রবিরোধী রূপ নিচ্ছে। আমরা তফাৎ দেখছি না।”
পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের কক্সবাজার বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, “রাষ্ট্রকে উপনিবেশে পরিণত করার চক্রান্ত চলছে। মার্কিন-জায়নিষ্ঠ অপশক্তি বাংলাদেশের মত প্রকাশ, গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতাকে হুমকির মুখে ফেলতে চাইছে। এই ষড়যন্ত্র ব্যর্থ করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের উপদেষ্টা চেয়ারম্যান ফাতেহা রাহনুম, মহাসচিব শেখ রায়হান রাহবার এবং দলের প্রেসিডিয়াম সদস্যরা।
বিআলো/তুরাগ