• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের পুনরায় দপ্তর সম্পাদক হলেন বিডি সমাচার সম্পাদক মহসিন হোসেন 

     dailybangla 
    08th Aug 2025 4:52 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিনিধি: ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের পুনরায় দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বিডি সমাচার টোয়েন্টিফোর ডটকম-এর সম্পাদক মহসিন হোসেন।

    মঙ্গলবার (৫ আগস্ট) ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের ২০২৫-২৭ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। ফোরামের সাধারণ সম্পাদক সফিক শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার মধ্য দিঘলদী গ্রামে জন্ম নেওয়া মহসিন হোসেন এক যুগেরও বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত আছেন। এর আগে গত ২০ জুন ২০২৫ তারিখে জাতীয় প্রেস ক্লাবে ফোরামের দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়।

    নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হয়েছেন দৈনিক স্বদেশ বাংলার সম্পাদক এ কে এম রাশেদ শাহরিয়ার, সাধারণ সম্পাদক এনটিভির চিফ অব করেসপনডেন্ট সফিক শাহীন এবং সাংগঠনিক সম্পাদক চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না।

    অন্যান্য পদে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি এম এ নোমান (দৈনিক আমার দেশ), সহ-সভাপতি আজিজুর রহমান রিপন (ফাইনান্সিয়াল এক্সপ্রেস), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন (বাণিজ্য প্রতিদিন), যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ফয়সাল (চ্যানেল ২৪), অর্থ সম্পাদক শাহাদাত হোসেন (দেশ সমাচার), জনকল্যাণ সম্পাদক এস এম জাকির হোসাইন (অর্থ সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুন্নবী চৌধুরী হাছিব (টেক পাবলিক), দপ্তর সম্পাদক মহসিন হোসেন (বিডি সমাচার) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শামসুজ্জামান নাঈম (স্বদেশ বাংলা)।

    নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মিজান মালিক (যুগান্তর), সালেহ বিপ্লব (দৈনিক দেশবার্তা), এমএইচ রবিন (আমাদের সময়), মাহবুব রনি (ইত্তেফাক), মোহাম্মদ মোস্তফা মানিক (প্রথম আলো), হাবিবুর রহমান (সিনহুয়া নিউজ), নাজমুল হক বাপ্পী (বাংলা স্পোর্টস), ফখরুল ইসলাম (ঢাকা পোস্ট) এবং সাঈদ আল হাসান শিমুল (কালবেলা)।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031