ডা. হারুন-ডা. শাকিল পরিষদের নির্বাচনী ইশতেহার ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ উপলক্ষে ডা. হারুন-ডা. শাকিল পরিষদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে।
শুক্রবার বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ ইশতেহার প্রকাশ করেন পরিষদের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আগামীকাল ৯ আগস্ট ড্যাবের কার্যনির্বাহী কমিটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্যানেলের প্রার্থীরা হলেন— সভাপতি পদে অধ্যাপক ডা. হারুন আল রশীদ, সিনিয়র সহ-সভাপতি পদে অধ্যাপক ডা. মো. আবুল কেনান, মহাসচিব পদে ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, কোষাধ্যক্ষ পদে ডা. মো. মেহেদী হাসান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব পদে অধ্যাপক ডা. এ. কে. এম. খালেকুজ্জামান দিপু।
নেতারা জানান, গত ১৭ বছর ধরে তারা চিকিৎসকদের অধিকার আদায়, পেশাগত উন্নয়ন, এবং বিভিন্ন দুর্যোগে চিকিৎসা সহায়তা প্রদানে সক্রিয়ভাবে কাজ করেছেন। করোনাভাইরাস মহামারী, ডেঙ্গু প্রতিরোধ, বন্যা ও দুর্গত এলাকায় সেবামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি রাজনৈতিক আন্দোলনে আহতদের চিকিৎসা দিয়েছেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যখাত পুনর্গঠন, চিকিৎসা সেবার মানোন্নয়ন ও চিকিৎসকদের পেশাগত উৎকর্ষ সাধন তাদের অঙ্গীকারের অংশ। বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ডা. আজিজ-ডা. শাকুর পরিষদও। তবে মাঠপর্যায়ে সমর্থন বিবেচনায় ডা. হারুন-ডা. শাকিল পরিষদ এগিয়ে আছে বলে দাবী করেছে আয়োজকরা।
বিআলো/তুরাগ