জামালপুরে বর্ণাঢ্য বিজয় র্যালী
মো.রাকিব হাসান জামালপুর: ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বীরোচিত বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে,যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৭ আগষ্ট ) বিকেলে ফৌজদারি মোড়ে আলোচনা সভা ও বিজয় র্যালী আয়োজন করা হয়,শেষে বর্ণাঢ্য বিজয় র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিরালা মার্কেট মোড়ে গিয়ে সমাপনী বক্তব্য ও দোয়া মাধ্যমে শেষ হয়।আলোচনা সভায় সভাপতিত্বে করেন জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব মোঃ সোহেল রানা খান,বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী মোঃ সিরাজুল হক,জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আহম্মেদ।
সঞ্চালনায় করেন জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃশফিকুল ইসলাম শফিক,সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক শফিকুল ইসলাম শফিকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান রতন,জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন মানিক, জেলা শ্রমিক দলের অন্যতম নেতা মঙ্গল হোসেন, জেলা যুবদলের সদস্য মোঃ জাকীর হোসেন জনি, মোঃ ইমরান কায়ছার, জেলা যুবদলের সদস্য মোঃ সাইফুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন,জেলা যুবদলের সদ্যস মোঃ সাদ্দাদ হোসেন ছাইদুল, মাহমুদুল হাসান মানিক,মোঃ শাওন ফকির,সাদ্দাম হোসেন,সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান এলি, মোঃ আহসান হাবীব সুমন,মোঃ সাব্বির হোসেন রবিন, মোঃ হাদিউল ইসলাম রাব্বি, মোঃ বাবু, মোঃ রাজু আহাম্মেদ, মোঃ আশরাফুল ইসলাম,আল-আমিন মোঃ রিপন শেখ, সাবেক দপ্তর সম্পাদক মোঃ আরমান হোসেন,পপেল মাহুমুদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম রাকিব, সহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সৈকত ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, ৫ আগস্ট ফ্যাসিবাদের পতন হলেও তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করতে এখনো নানা ষড়যন্ত্র চক্রান্ত করে যাচ্ছে। এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এসময় জেলা যুবদল স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিআলো/ইমরান