বন্দরে মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
নারায়ণগঞ্জ প্রতিনিধি : বন্দর থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম ফুলহরে মাদক ব্যবসা বন্ধ ও মাদক ব্যবসায়ী কবির হোসেনকে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী এলাকাবাসী। শনিবার (৯ আগস্ট) দুপুরে উক্ত পশ্চিম ফুলহর এলাকায় যুবসমাজের ব্যানারে সংবাদ সম্মেলন করেন এলাকাবাসী। লিখিত বক্তব্যে স্থানীয় শাহিন মিয়া জানান, ‘দীর্ঘদিন যাবত কবির এলাকায় মাদক বিক্রি করে এলাকার যুব সমাজকে ধ্বংস ও বেশ কিছু পরিবারকে করেছে নিঃস্ব। তার মাদক ব্যবসায় বাধা দিলে মিথ্যা মামলা ও হত্যার হুমকি দেয়।
তাকে দ্রুত গ্রেফতারের জন্য সরকার ও স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানান তারা। সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। উক্ত কর্মসূচিতে সমাজসেবক নূরুল হক নুরুর সভাপতিত্বে মোঃ শাহীন, এস এম মোমেন, ইকবাল হোসেন, দেলোয়ার ভান্ডারী, আফজাল, মিঠু, সালাউদ্দিন, ইসলাম, সফিউল্লাহ ও রাজ্জাক সহ স্থানীয় এলাকার বিপুল সংখ্যক নারী পুরুষরা উপস্থিত ছিলেন।
বিআলো/ইমরান