জুলাই-আগস্টে শহীদ ও মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল
মীর তোফায়েল হোসেন, রাজশাহী: জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে সকল শহীদ এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় রাজশাহীর পুঠিয়ায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) বিকেলে লন্ডন প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মো. রেজাউল করিমের উদ্যোগে উপজেলার শিবপুর বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার নির্বিচারে গুলি চালিয়ে বহু মানুষ হত্যা করেছে। তীব্র আন্দোলনের মুখে শেষ পর্যন্ত দেশ থেকে পালিয়ে গেছে খুনি শেখ হাসিনা। বক্তারা আরও বলেন, তাদের আর বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই, তবুও দেশ-বিদেশে পালিয়ে থেকে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশকে অস্থিতিশীল করার এসব প্রচেষ্টা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
পুঠিয়া উপজেলা বিএনপির নেতা আব্দুস সোবাহান মন্ডলের সভাপতিত্বে আয়োজিত সভায় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও দুর্গাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুস সবুর বুলেট, ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব এনামুল হকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
বিআলো/এফএইচএস