• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    দূর্গম দ্বীপাঞ্চলে নৌবাহিনীর ফ্রি চিকিৎসা ক্যাম্প 

     dailybangla 
    09th Aug 2025 5:22 pm  |  অনলাইন সংস্করণ
    ফরহাদ মৃধা,রাঙ্গাবালী: তিন দিকে নদী এবং একদিকে সাগরদ্বারা বেষ্টিত উপজেলা রাঙ্গাবালী। জেলা শহর থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে হলেও সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন উপজেলার মানুষ। ২০১২ সালে উপজেলা গঠিত হলেও এখন পর্যন্ত চালু হয়নি স্বাস্থ্য কমপ্লেক্স।  যার ফলে চিকিৎসা সেবা বঞ্চিত রাঙ্গাবালীর অন্তত দেড় লাখ মানুষ। নানা সময়ে দুর্গম এ উপজেলা হতে স্বাস্থ্যব্যবস্থা নিয়ে জোর আন্দোলন হলেও বাস্তবে তা রূপ নেয়নি। প্রায়শই চিকিৎসা বঞ্চিত হয়ে মারা গেছে প্রসূতি নারী। রোগে কাতরাচ্ছে অনেকে। তবে ব্যতিক্রম ছিল বাংলাদেশ নৌ-বাহিনী। বিচ্ছিন্ন মানুষ মানসম্মত চিকিৎসা সেবার লক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর হয়েছে।
    শনিবার সকাল ৯টায় পটুয়খালীর রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘বানৌজা শের-ই-বাংলা’ ঘাঁটির উদ্যোগে এবং নেভি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে নৌবাহিনীর অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসকরা উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত নারী, পুরুষ ও শিশুসহ প্রায় সাত শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করে। সাধারণ রোগীর পাশাপাশি জটিল রোগে আক্রান্তদেরও পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে চিকিৎসা দেওয়া হয়, যা স্থানীয়দের মধ্যে স্বস্তি ও সন্তুষ্টি এনে দেয়।
    ছোটবাইশদিয়া ইউনিয়নের মোর্শেদা বেগম বলেন, এমন একটা এলাকায় বাস করি যেখানে ভাল ডাক্তার নাই। হাসপাতাল নাই। আমরা গরিব মানুষ, শহরের বড় বড় হাসপাতালে ডাক্তার দেখানোর সাধ্য নাই। আজকে স্যারেরা আমাদের বিনাপয়সায় ডাক্তার দেখাইছে, ওষুধ দিছে আমরা খুশি তাদের জন্য দোয়া করি। একই অভিপ্রায় জানিয়ে হনুফা বেগম বলেন, গরিব মানুষদের কথা কেউ মনে রাখে না। আজকে স্যারেরা আমাদের ভাল চিকিৎসা দিছে। তারা অনেক ভাল মনের মানুষ। তাদের জন্য দোয়া করি। সদর ইউনিয়নের মোটরসাইকেল চালক মো. হানিফ বলেন, বিভিন্ন সময় রোগী নিয়ে যাই। তখন একটা মানুষের চিকিৎসা বঞ্চিতের দুঃখ-দুর্দশা দেখি। এ উপজেলায় এখনও হাসপাতাল নির্মাণ হয়নি। ভোগান্তির শেষ নেই। আজকে নৌ-বাহিনীর চিকিৎসা ক্যাম্প কিছুটা স্বস্তিদায়ক।
    বানৌজা শের-ই-বাংলা ঘাঁটির সার্জন লেফটেন্যান্ট  কমান্ডার মোঃ নজরুল ইসলাম বলেন, আজকে আমরা আমাদের লিমিটেশনের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করেছি এই এলাকার মানুষের জন্য যতটুকু সম্ভব আমরা ওষুধসহ চিকিৎসা দিচ্ছি এবং আশা করি এই চিকিৎসার মাধ্যমে যে সমস্ত দরিদ্র ও সুবিধা বঞ্চিত রোগীরা রয়েছেন তারা এর থেকে উপকৃত হবেন।তারা যদি সামন্যতম উপকৃত হোন তাহলেই আমাদের এই প্রচেষ্টা সফল হবে। বাংলাদেশ নৌবাহিনী দীর্ঘদিন ধরে দেশের সমুদ্রসীমা ও উপকূলীয় এলাকার নিরাপত্তার পাশাপাশি দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে নিয়মিতভাবে ফ্রি চিকিৎসা ক্যাম্প পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
    বিআলো/ইমরান
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031