শিক্ষায় বৈষম্য দূর ও খেলাধুলা বাধ্যতামূলক করার প্রতিশ্রুতি আমিনুল হকের
নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারী শাসনের অবসানের পর বাংলাদেশ নতুন পথে হাঁটছে। এখন সময় এসেছে এমন একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার, যেখানে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদ বা স্বৈরশাসনের জন্ম হবে না।
শনিবার দুপুরে মিরপুর সাড়ে এগারোর রংধনু কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের (বিকেএ) আয়োজনে রূপনগর থানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আমিনুল হক বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী ফেব্রুয়ারিতে দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে, যেখানে জনগণ স্বাধীনভাবে ভোট দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।
শিক্ষা সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে সাজানো হবে। ক্লাস ফোর থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ও চতুর্থ ভাষা হিসেবে আরবি, জার্মান, ফরাসি বা স্প্যানিশ শেখানোর উদ্যোগ নেওয়া হবে।
পাঠ্যপুস্তকের মান ও মূল্য প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, অতীতে নিম্নমানের বই উচ্চমূল্যে বিক্রি হলেও এখন দাম অর্ধেকে নেমে এসেছে এবং মানোন্নয়ন করা হয়েছে, যা অভিভাবকদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।
শিক্ষায় বৈষম্যের সমালোচনা করে আমিনুল হক বলেন, সরকারি স্কুল ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা একই দেশের সন্তান। কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পেলেও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা পায় না—এটি অযৌক্তিক। বিএনপি ক্ষমতায় গেলে এই বৈষম্য দূর করা হবে।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে তিনি দীর্ঘ আন্দোলন, সংগ্রাম ও কারাবাস করেছেন এবং ভবিষ্যতেও জনগণের কল্যাণে কাজ করে যাবেন।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিকেএ চেয়ারম্যান ড. এলএম কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএ মহাসচিব জয়নুল আবেদীন জয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন, বিকেএ ভাইস চেয়ারম্যান হামিদুল ইসলাম মিন্টু, বিকেএ সিনিয়র যুগ্ম মহাসচিব এটিএম অলিউল হাসানাত তুহিন, বিকেএ সাংগঠনিক সচিব আলমগীর হোসেন হেলাল, বিকেএ শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম, পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসাইন খান ও রূপনগর থানা বিএনপি সিনিয়র সদস্য এম আশরাফুল ইসলাম প্রমুখ।
বিকেলে সোনালী অতীতের খোঁজে হিল্লোল এর আয়োজনে চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট–২৫ এর ফাইনালে মিলন ফুটবল একাডেমি ২-০ গোলে শহীদ বাগ ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। গোল করেন মিলন ও খলিল। খেলায় সাবেক সাফজয়ী ফুটবলার আমিনুল হক অংশগ্রহণ করেন।
বিআলো/তুরাগ