নারায়ণগঞ্জে বেসরকারি শিক্ষা খাতের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ বেসরকারি স্কুল ও কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ছালেহা খাতুন অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দিন, সাবেক সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা ও শিক্ষা উদ্যোক্তা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল কাইয়ুম এবং বিশিষ্ট লেখক, সাংবাদিক ও গবেষক, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক স্কুল শিক্ষক সমিতির সভাপতি আনিস উর রহমান আনিস।
এছাড়াও বিভিন্ন শিক্ষা সংগঠনের নেতৃবৃন্দ ও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ মতবিনিময় সভায় অংশ নেন এবং বেসরকারি শিক্ষা খাতের উন্নয়ন, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
বিআলো/তুরাগ