• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 

     dailybangla 
    10th Aug 2025 7:56 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিবিপ্রবি)-এর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে সামাজিক উন্নয়ন সংস্থা “ডাক দিয়ে যাই” অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।

    বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্র-জনতার স্মরণে নীরবতা পালন করা হয়। এরপর পিবিপ্রবির বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন নবীনদের স্বাগত বক্তব্য দেন।

    প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, “পিরোজপুর নবীনতম একটি বিশ্ববিদ্যালয়। এজন্য কারো মনে হীনমন্যতা কাজ করা উচিত নয়। তোমাদের হাত ধরেই একদিন এই বিশ্ববিদ্যালয় মহীরূহ হয়ে উঠবে।” তিনি শিক্ষার্থীদের প্রতিটি মুহূর্ত উপভোগ করা, দেশ ও জাতির কল্যাণে কাজ করা এবং বিশ্ববিদ্যালয়কে রাজনীতিমুক্ত রাখার আহ্বান জানান।

    উপাচার্য ড. মো. শহীদুল ইসলাম নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া একটি সৌভাগ্যের বিষয়। তবে এখনও সামনে অনেক পথ বাকি।” তিনি শিক্ষার্থীদের রাজনীতিতে জড়িত না হওয়ার পরামর্শ দিয়ে জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন সব শিক্ষার্থীকে নিজের সন্তান হিসেবে দেখবে।

    জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপাচার্য বলেন, “তাদের স্বপ্ন পূরণে নিজেদের সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এমন কিছু করা যাবে না যাতে পরিবার ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হয়।” তিনি স্থায়ী ক্যাম্পাসে দ্রুত ক্লাস শুরু এবং নতুন আবাসিক হল নির্মাণের আশাবাদ ব্যক্ত করেন।

    অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. আনিসুর রহমান, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. কামাল হোসেন, পিবিপ্রবির পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খান, গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও অস্থায়ী ছাত্র হলের প্রভোস্ট ড. এম. এম. আয়ুব হুসাইন এবং সাইকোলজি বিভাগের চেয়ারম্যান শারমিন ইসলাম নিপা।

    শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন আসিফ আকতার ও নুসরাত জাহান রূপা, নবীনদের পক্ষ থেকে সামিউল হায়দার ও শেখ সাঈদ আনোয়ার, এবং অভিভাবক প্রতিনিধি মো. জসিম উদ্দিন।

    পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে নবীনদের বরণ এবং শিক্ষক-কর্মকর্তাদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031