উপদেষ্টাদের বিষয়ে সাবেক সচিবের মন্তব্য ব্যক্তিগত: প্রশাসনিক অ্যাসোসিয়েশনের প্রতিক্রিয়া
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বিষয়ে সাবেক সচিব এ.বি.এম. আবদুস সাত্তারের মন্তব্য তার ব্যক্তিগত মতামত বলে জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন (বিএএসএসএ)। সংগঠন স্পষ্ট করেছে, ওই মন্তব্য তারা সমর্থন করে না।
গত ৮ আগস্ট রাজধানীর বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও আগামী দিনের জনপ্রশাসন’ শীর্ষক সেমিনারে অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও সাবেক সচিব সাত্তার অন্তর্বর্তীকালীন সরকারের আটজন উপদেষ্টার বিষয়ে মতামত ব্যক্ত করেন।
রোববার (১০ আগস্ট) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএএসএসএ জানিয়েছে, “উক্ত মন্তব্য সম্পূর্ণই তার ব্যক্তিগত এবং সংগঠন তা সমর্থন করে না।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টাগণ সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করছেন। বিএএসএসএ সদস্যরা সরকারের সব কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।”
সংগঠনের মহাসচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী ও সভাপতি মো. নজরুল ইসলাম যৌথভাবে এই বক্তব্য প্রকাশ করেছেন।
বিআলো/তুরাগ