জামালপুরে শহর বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন
মো. রাকিব হাসান, জামালপুর: জামালপুর শহর বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
রোববার (১০ আগস্ট) বিকেলে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে শহর বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী এবং সঞ্চালনা করেন শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী প্রভাবশালী মহল যাতে দলে প্রবেশ করতে না পারে, সেদিকে শহর, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মো. সফিউর রহমান শফি, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহছানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজভী আল জামালী রঞ্জু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, সাংগঠনিক সম্পাদক মো. মাইন উদ্দিন বাবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শহর বিএনপির ১৬টি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
বিআলো/তুরাগ