সাংবাদিক হত্যা ও হত্যা চেষ্টার প্রতিবাদে ডাসারে মানববন্ধন
মো.হেমায়েত হোসেন খান,মাদারীপুর : গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা ও আনোয়ার হোসেনকে হত্যা চেষ্টার প্রতিবাদে মাদারীপুরের ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২ ঘটিকার সময় ঢাকা বরিশাল মহাসড়কের পাথুরিয়ারপারে ডাসার রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ঢাকা বরিশাল মহাসড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় মাদারীপুর জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন চাঁদাবাজির নিউজ করায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার তুহিন হত্যা ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার গাজীপুর প্রতিনিধি আনোয়ার হোসেনকে নৃশংসভাবে ইট দিয়ে পিটিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে।এতে স্পষ্ট বোঝা যায় বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারকে বাধাগ্রস্ত করা হচ্ছে। তাই অচিরেই সাংবাদিক সুরক্ষা আইন প্রতিষ্ঠিত করে সাংবাদিক তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে। এবং সাংবাদিক সুরক্ষা আইন অচিরেই বাস্তবায়ন করতে হবে।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, চ্যানেল ২৪ ও আমার দেশ পত্রিকার প্রতিনিধি সাগর তামিম, দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি গাউসুর রহমান, মাদারীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক,বাংলাভিশন টেলিভিশন ও দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি মুপ্তি ফরিদ উদ্দিন, কালকিনি মডেল প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, চ্যানেল এস কালকিনি প্রতিনিধি ইব্রাহিম সবুজ, এশিয়ান টেলিভিশনের কালকিনি প্রতিনিধি শাহজালাল, দৈনিক কালবেলা কালকিনি প্রতিনিধি রন আহমেদ নৃপুন, দৈনিক বিজনেস বাংলাদেশ বি এম হানিফ, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি মাসুদ হোসেন কাইউম,ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোকাররম হোসেন, সাধারন সম্পাদক সৈয়দ আজিমদ্দিন। এ সময় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন, ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি,এশিয়ান টেলিভিশন ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ হেমায়েত হোসেন খান, সঞ্চালনায় ছিলেন, এস এম আজাদ হোসেন মুরাদ, এছাড়াও উপস্থিত ছিলেন, রাজধানী টেলিভিশনের স্টাফ রিপোর্টার ইসমাইল খান হৃদয়,আবুল খায়ের বাবু, গোলাম আলী আকন, তরিকুল ইসলাম রিপন, হিমেল মাহাদ, হামিদ খান রনি,আয়নাল হক খান, প্রতিদিনের ক্রাইম ডটকম এর ভারপ্রাপ্ত সম্পাদক চঞ্চল তালুকদার, কাজী মনির হোসেন, দৈনিক আজকালের কন্ঠ পত্রিকার প্রতিনিধি আশরাফুল ইসলাম, দৈনিক মুক্ত খবর পত্রিকার মাদারীপুর প্রতিনিধি শ্রাবন খান সজীব,দি ডেইলি ইভিনিং নিউজ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার কুতুব উদ্দিন খান সহ শতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
বিআলো/ইমরান