শ্রীপুরে সমাজসেবক ইসমাইল হোসেনের ১১ম মৃত্যুবার্ষিকী আগামীকাল
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ ইসমাইল হোসেনের ১১ম মৃত্যুবার্ষিকী কাল মঙ্গলবার (১২ আগস্ট) পালন করা হচ্ছে। এ উপলক্ষে ইসমাইল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।
কর্মসূচির মধ্যে রয়েছে— সকাল ৮টায় শ্রীপুর টেপিরবাড়ী গ্রামে মরহুমের কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মাহফিল; সকাল ১০টায় কোরআনখানি; বাদ জোহর মরহুমের পরিবারের পক্ষ থেকে মধ্যাহ্নভোজের আয়োজন; এবং বাদ আসর টেপিরবাড়ী পশ্চিম পাড়া মরহুম কাছম আলীর বাড়ি জামে মসজিদে স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিল।
এছাড়া মরহুমের পরিবারের পক্ষ থেকেও অনুরূপ কর্মসূচি নেওয়া হয়েছে। মরহুমের রুহের মাগফিরাত কামনায় আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের দোয়া কামনা করেছেন পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, বিশিষ্ট সাহিত্যিক, কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক লায়ন মোঃ গনি মিয়া বাবুলের পিতা মোঃ ইসমাইল হোসেন ২০১৪ সালের ১২ আগস্ট, ৯২ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।
বিআলো/তুরাগ