নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের ধরতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। সোমবার (১১ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে এ অভিযান শুরু হয়।
অভিযানে নেতৃত্বদানকারী সেনা কর্মকর্তা জানান, মাদক কারবারিরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। আজকের অভিযানে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে।
এর আগে বিকেল ৪টার পর জেনেভা ক্যাম্পে অভিযান চালায় পুলিশ। এ সময় দেশীয় অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয় স্থানীয় মাদক ব্যবসায়ী ফয়সাল ও সেলিমকে।
মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, মাদক ব্যবসায়ীদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে এবং পুলিশি অভিযানে দুজনকে আটক করা হয়েছে।
গত কয়েকদিন ধরে জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারিরা মাদকের স্পট দখলকে কেন্দ্র করে তীব্র সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটে, যা স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।
বিআলো/এফএইচএস