টঙ্গীতে মোবাইল ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু
dailybangla
11th Aug 2025 11:18 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১১ আগস্ট) এ ঘটনা ঘটে।
নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৩ বছর, পরনে ছিল কালো প্যান্ট ও নীল শার্ট।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রীবাহী বাস থেকে মোবাইল ছিনতাই করে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাকে ধাওয়া দিয়ে আটক করে মারধর করে। গুরুতর আহত অবস্থায় টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মুন্নাফ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিআলো/তুরাগ