শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স হতে চেয়ে ব্যর্থ জেড আই খান পান্না
নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী হিসেবে নিয়োগের আবেদন করেছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এইচ. এ. এম. জহিরুল ইসলাম খান (পান্না), যিনি জেড আই খান পান্না নামেও পরিচিত। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তার এ আবেদনে সাড়া দেয়নি।
মঙ্গলবার (১২ আগস্ট) আদালতে জেড আই খান পান্নার পক্ষে আবেদনটি উপস্থাপন করেন আইনজীবী নাজনীন নাহার।
মামলার তথ্য অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকায় চলতি বছরের ২৪ জুন আইনের বিধান অনুসারে তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেয় ট্রাইব্যুনাল। ঢাকার বিশেষ জজ আদালত-৮-এর সাবেক বিশেষ পিপি ও আওয়ামী লীগপন্থি আইনজীবী আমির হোসেনকে এ দায়িত্ব দেওয়া হয়। তিনি বর্তমানে মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীদের জেরা করছেন।
এ মামলার অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বর্তমানে কারাবন্দি এবং রাজসাক্ষী হয়েছেন।
আদালত কক্ষে আবেদন উপস্থাপনের পর নাজনীন নাহার সাংবাদিকদের বলেন, “সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না আগেই সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে আইনজীবী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। পরে তিনি ট্রাইব্যুনালে আবেদন করেন, এমনকি ডাকযোগেও পাঠান। কিন্তু যেহেতু আইনজীবী নিয়োগ হয়ে গেছে, রেজিস্ট্রার অপারগতা প্রকাশ করেন।”
তিনি আরও জানান, আদালত আবেদনটি নাকচ করে বলেছেন—যেহেতু স্টেট ডিফেন্স নিয়োগ সম্পন্ন হয়েছে, নতুন করে এ পদে নিয়োগ দেওয়া সম্ভব নয়। সময় স্বল্পতার কারণে অন্য কোনো মামলায় প্রয়োজন হলে বায়োডাটা জমা দেওয়ার পরামর্শ দিয়েছেন আদালত।
নাজনীন নাহার বলেন, জেড আই খান পান্নার আরেকটি অনুরোধ ছিল—যদি তাকে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ না দেওয়া হয়, তাহলে যেন অন্তত সাবেক প্রধানমন্ত্রীর আইনজীবীকে সহায়তার অনুমতি দেওয়া হয়। আদালত এটিও সম্ভব নয় বলে জানিয়েছেন।
বিআলো/এফএইচএস