• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    যুক্তরাষ্ট্র থেকে দুই বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনছে বাংলাদেশ: খরচ ৯৩৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার 

     dailybangla 
    12th Aug 2025 2:56 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র থেকে দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনার অনুমোদন দিয়েছে সরকার। প্রতিটি জাহাজের ধারণক্ষমতা ৫৫ থেকে ৬৬ হাজার ডিডব্লিউটি (ডেডওয়েট টন)। মার্কিন প্রতিষ্ঠান হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি থেকে জাহাজ দুটি কিনতে খরচ হবে ৯৩৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকা।

    মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

    বৈঠক সূত্রে জানা গেছে, ‘দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ অর্জন’ প্রকল্পের আওতায় এক ধাপ দুই খাম পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হয়। এতে তিনটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়, যার মধ্যে দুটি প্রতিষ্ঠান কারিগরি দিক থেকে উপযুক্ত বিবেচিত হয়। সব প্রক্রিয়া শেষে টেন্ডার ইভ্যালুয়েশন কমিটির (টিইসি) সুপারিশে যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত হয়। তাদের কাছ থেকে ৭৬.৬৯৮ মিলিয়ন মার্কিন ডলারে (বাংলাদেশি মুদ্রায় ৯৩৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকা) জাহাজ দুটি কেনা হবে। রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং করপোরেশন নিজস্ব অর্থায়নে ক্রয় সম্পন্ন করবে।

    এদিন অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকও অনুষ্ঠিত হয়। বৈঠকে বিশ্বব্যাংক অর্থায়িত ‘বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌপরিবহন প্রকল্প-১’ এর আওতায় চট্টগ্রাম-ঢাকা-আশুগঞ্জ নৌপথ খনন ও টার্মিনাল নির্মাণসহ অবশিষ্ট কাজ সরকারি ক্রয় পদ্ধতিতে সম্পাদনের অনুমোদন দেওয়া হয়।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031