কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি সভাপতির পদ স্থগিত
dailybangla
12th Aug 2025 3:02 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি সাহাব উদ্দিনের সকল দলীয় পদ স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাহাব উদ্দিন চাঁদাবাজি, দখলবাজিসহ দলের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সাহাব উদ্দিনের স্থলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
বিআলো/এফএইচএস