বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতির ২৯তম প্রতিষ্ঠাবাষির্কী পালিত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতি (Bangladesh Jatiya Sangbadik Samiti) ২৯তম প্রতিষ্ঠাবাষির্কী পালিত করেছে। ১৯৯৩ সালের ১২ আগস্ট প্রতিষ্ঠিত এই সংগঠন দেশের সাংবাদিক সমাজে পেশাগত অধিকার রক্ষা, ন্যায়নিষ্ঠ সাংবাদিকতা এবং পেশাগত মানোন্নয়নের জন্য কাজ করে আসছে।
প্রতিষ্ঠাবাষির্কী অনুষ্ঠানে সমিতির সভাপতি এম এ রব রনি বলেন, আমরা সাংবাদিকদের স্বার্থ সুরক্ষা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য নিবেদিত থাকব। সংবাদমাধ্যমে সত্যতা ও ন্যায়নিষ্ঠার ভিত্তিতে সাংবাদিকতার মান উন্নয়ন আমাদের প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানে আলোচনা করা হয় নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারের মাধ্যমে সদস্যদের পেশাগত উন্নয়ন নিশ্চিত করা, এবং সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতা বৃদ্ধি করা। সমিতি দেশের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকদের জন্য একটি সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতি দেশের সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগামীদিনে আরও বেশি কার্যক্রমের মাধ্যমে সাংবাদিক সমাজের উন্নয়ন ও সুরক্ষায় অবদান রাখার অঙ্গীকার জানানো হয়েছে।
সংগঠনটি পেশাদারিত্ব এবং সাংবাদিকতার নৈতিকতা বজায় রেখে দেশের গণমাধ্যমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাবে বলে নিশ্চিত করেছে।
বিআলো/এফএইচএস