কয়রায় চিংড়ি ঘেরের অবৈধ পাইপ উচ্ছেদ অভিযান
dailybangla
12th Aug 2025 8:24 pm | অনলাইন সংস্করণ
মুশফিকুর রহমান কয়রা,খুলনা: খুলনার কয়রায় চিংড়ি ঘেরের অবৈধ পাইপ অপসারণে অভিযান পরিচালনা করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার হোগলা ও দশহালিয়া এলাকায় মোট ২৫টি পাইপ অপসারণ করা হয়।
জানা গেছে, পাউবোর বাঁধ কেটে এসব পাইপ বসিয়ে নদী থেকে নোনাপানি উত্তোলন করছিল ঘের মালিকরা, যার ফলে বাঁধের ক্ষয়ক্ষতি হচ্ছিল।
পাউবোর উপসহকারী প্রকৌশলী মো. সোলায়মান জানান, ১৩-১৪/২ নম্বর পোল্ডারের বাঁধ রক্ষায় অবৈধভাবে স্থাপন করা সব পাইপ ধাপে ধাপে সরিয়ে ফেলা হবে। এর আগে ঘের মালিকদের একাধিকবার এ বিষয়ে সতর্ক করা হয়েছিল।
তিনি আরও বলেন, পাইপ সরানোর পর পুনরায় কেউ অবৈধভাবে পানি উত্তোলনের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিআলো/তুরাগ