বন্দরে ডাকাতির রড উদ্ধার, গ্রেপ্তার ৩
dailybangla
12th Aug 2025 8:28 pm | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে পরিত্যক্ত একটি গোডাউন থেকে লুট হওয়া ২৮ টন রড উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে ধামগড়ের মনারবাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তাররা হলেন—ফারুক (৩২), লিয়াকত হোসেন (৪০) ও সাদ্দাম (২৪)।
ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জাকির হোসেন জানান, ভোরে জাঙ্গাল এলাকার বিএসআরএম গোডাউন থেকে রডবাহী একটি ট্রাক এসিআই ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা হয়। ট্রাকটি মদনপুর–মদনগঞ্জ সড়কের ইস্পাহানি বাসস্ট্যান্ডে পৌঁছালে ১০–১৫ জনের ডাকাতদল চালক ও হেলপারকে নামিয়ে দিয়ে ট্রাকসহ রড লুট করে নিয়ে যায়।
জিপিএস প্রযুক্তির মাধ্যমে কাঁচপুর থেকে খালি ট্রাক উদ্ধার করা হয়। পরে মনারবাড়ি এলাকায় একটি পরিত্যক্ত গোডাউন থেকে লুট হওয়া রডসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
বিআলো /তুরাগ