স্বৈরাচার সরকারের নির্যাতনে কোকোর মৃত্যু হয়েছে: আমিনুল হক
নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যু স্বাভাবিক ছিল না। তার মতে, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের রাজনৈতিক প্রতিহিংসা ও নির্যাতনের কারণেই কোকোর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বাদ যোহর রূপনগর থানা এবং আঞ্চলিক ৬, ৯২, ২, ৩, ৬ ও ৫ নম্বর ওয়ার্ডে কোকোর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, যিনি সক্রিয় রাজনীতিতে ছিলেন না, তাকে শুধুমাত্র জিয়া পরিবারের কনিষ্ঠ সন্তান হওয়ায় অন্যায়ভাবে হয়রানি করা হয়েছিল। ওয়ান-ইলেভেন সরকারের ষড়যন্ত্রে তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন, যা শেষ পর্যন্ত তার মৃত্যু ত্বরান্বিত করে। ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও উল্লেখ করেন, ক্রীড়ামোদী কোকো বাংলাদেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। টেস্ট স্ট্যাটাস থেকে শুরু করে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণে এবং মাত্র ছয় মাসে বগুড়ার চান্দু স্টেডিয়াম নির্মাণে তার ভূমিকা ছিল। এছাড়া তিনি ক্রিকেটের উন্নয়নে দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করেছেন এবং বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় খেলাধুলার মান উন্নয়নে কাজ করেছেন।
অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, মহানগর উত্তর সদস্য সাজ্জাদ হোসেনসহ স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
পরে বিকেলে আমিনুল হক পল্লবীর বেগুনটিলা বস্তিতে মুক্তিযোদ্ধা সমিতির আয়োজিত আলোচনা সভায় যোগ দেন, পল্লবীর বিন্দাবনে পানির পাম্প উদ্বোধন করেন এবং সন্ধ্যায় রূপনগর ৬ নম্বর টিনশেড এলাকায় মতবিনিময় সভায় অংশ নেন।
বিআলো/তুরাগ