• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ‘গবেষণা ছাড়া দেশ এগোয় না’—ইবিতে তারুণ্যের অনুপ্রেরণা 

     dailybangla 
    12th Aug 2025 11:40 pm  |  অনলাইন সংস্করণ

    ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) “দ্যা আনভেইলিং: গবেষণা অন্তর্দৃষ্টি ও নেতৃত্বের রূপান্তর” শীর্ষক এক বিশেষ সেমিনার ও প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারিতে ইসলামী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনার মূল বিষয় ছিল — “Navigating the Research and Higher Study Landscape: A Multi-Disciplinary Perspective”। এ অনুষ্ঠানে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজ কল্যাণ বিভাগের প্রভাষক হাবিবুর রহমান।

    চারটি আলাদা ডিসিপ্লিনের আলোচনায় অংশ নেন — বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মনজুর রহমান, ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, অ্যাপ্লাইড কেমিস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান এবং চারুকলা বিভাগের সভাপতি ও আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসান।

    আলোচনায় প্যানেলিস্টরা গবেষণার সম্ভাবনা ও চ্যালেঞ্জ, কার্যকর নেতৃত্বের গুরুত্ব, ভবিষ্যতের কর্মক্ষেত্রের জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং সৃজনশীলতাকে বাস্তব প্রভাবের রূপ দেওয়ার উপায় নিয়ে দিকনির্দেশনা দেন।

    এসময় ইবি গবেষণা সংসদের সভাপতি সানোয়ার হোসেন বলেন, আজকের কর্মশালাটি আমাদের সংগঠনের জন্য একটি স্মরণীয় মাইলফলক হয়ে থাকবে। এর ধারাবাহিকতায় আমরা পূর্বেও বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও গবেষণাকেন্দ্রিক কার্যক্রম আয়োজন করেছি এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবো। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, গবেষণার মৌলিক বিষয়গুলো আয়ত্ত করা তরুণ গবেষকদের দেশ ও জাতির বৃহত্তর উন্নয়নে সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম করবে।

    তিনি আরোও বলেন, আমরা বিশ্বাস করি, এই সদিচ্ছা ও সহায়তা বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং শিক্ষার্থীদের মধ্যে গবেষণার প্রতি গভীর আগ্রহ সৃষ্টি করবে। ইসলামী বিশ্ববিদ্যালয়কে একটি শক্তিশালী গবেষণা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার এই প্রচেষ্টায় আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো।

    চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. কামরুল হাসান বলেন, যখন মানুষ গবেষণাকে ভয় পায়, তখনও আমাদের বিশ্ববিদ্যালয়ের একদল যুবক সেই কাজটি করে যাচ্ছে। গবেষণা ছাড়া একটি দেশ সামনে এগোতে পারে না। ধারণার দাম পৃথিবীতে সবচেয়ে বেশি।

    উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয় জ্ঞানের মা। উৎপাদনের জন্য দরকার গবেষণা, ভাবনা ও আবিষ্কার। গবেষণা ছাড়া বিশ্ববিদ্যালয় কলেজ পর্যায়ে থেকে যায়। রাষ্ট্রের সমস্যাগুলো চিহ্নিত করে তার সমাধান খুঁজে বের করাই গবেষণার মূল কাজ।

    তিনি শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। প্যানেল ডিসকাশনের শেষে শ্রোতাদের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই আলোচনা শিক্ষার্থীদের গবেষণা, নেতৃত্ব ও সৃজনশীলতার পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

    উল্লেখ্য, অনুষ্ঠান শেষে ইসলামী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের ২০২৫-২০২৬ সেশনের কমিটি গঠন করা হয় এবং সেমিনারে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031