সফল আত্মকর্মীদের সম্মাননা, যুব ঋণ ও প্রশিক্ষণপ্রাপ্তদের সনদ বিতরণ
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে ফেনীতে বর্ণাঢ্য আয়োজন
আজমির মিশু,ফেনী: জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে ফেনীতে আলোচনা সভা, শপথ পাঠ, সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের পুরস্কার প্রদান এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১২ আগস্টস মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক জনাব সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। একই সঙ্গে আত্মকর্মসংস্থানে অগ্রণী ভূমিকা রাখায় জেলার বিভিন্ন সফল যুব উদ্যোক্তাকে পুরস্কৃত করা হয় এবং যুব ঋণের চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের উন্নয়নে যুব সমাজের ভূমিকা অপরিসীম। তাই তাদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানে সহযোগিতা করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
দিবসটি উপলক্ষে আয়োজিত শপথ পাঠে যুব সমাজকে আত্মনির্ভরশীল, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর, জনপ্রতিনিধি, সফল উদ্যোক্তা, প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, ফেনী।
বিআলো/তুরাগ