ন্যায় প্রতিষ্ঠায় আমরা একসাথে চলবো, বললেন বিএনপি নেতা মাসুদ হাসান তুহিন
এ.বি.এস রতন, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বিজয়ী নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে এবং সম্মেলনের সফল আয়োজনের পেছনে অবদান রাখা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলটির নেতা মাসুদ হাসান তুহিন। তিনি বলেন, রাজনীতি ব্যক্তিস্বার্থ বা জয়-পরাজয়ের প্রতিযোগিতা নয়, বরং মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার মাধ্যম।
তুহিন জানান, জাতীয়তাবাদী রাজনীতি প্রতিপক্ষকে হারানোর উল্লাস বা প্রতিহিংসা নয়, বরং তারেক রহমানের নির্দেশিত জনসেবামূলক আদর্শে জনগণের পাশে থাকার অঙ্গীকার। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত নেতারা ঐক্যবদ্ধভাবে কাজ করে নওগাঁ জেলা বিএনপিকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করিয়ে দেশকে ফ্যাসিবাদের কবল থেকে রক্ষা করবেন।
তিনি আরও বলেন, ১৪টি ইউনিটের কাউন্সিলরদের ভোটাধিকারের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে, নওগাঁর রাজনীতি, নাগরিক উন্নয়ন, সুশাসন ও সম্প্রীতির লক্ষ্যে সকলের সাথে কাজ করে যেতে চান। তাঁর প্রত্যাশা, “ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে আমরা একসাথে এগিয়ে যাব, বিজয় আমাদের হবেই।”
বিআলো/তুরাগ