সাঁথিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন
এস এম আলমগীর চাঁদ, পাবনা: পাবনার সাঁথিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস নানা কর্মসূচির মাধ্যমে উদযাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, শপথ বাক্য পাঠ, র্যালি এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে ঋণ বিতরণ।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে ১২ আগস্ট সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিসহ পেশাজীবী সংগঠনের সদস্য ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।
বিআলো/তুরাগ