• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কোরআনে মা-বাবার জন্য যে দোয়া আছে 

     dailybangla 
    13th Aug 2025 10:29 am  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: মা-বাবার জন্য দোয়া করতে পারা ভাগ্যের ব্যাপার। কেবল সুসন্তানরাই মা-বাবার অবদান ভুলতে পারেন না। মা-বাবার আদর-যত্ন ভুলে যান না। আল্লাহ তাআলা বলেন, ‘আমি মানুষকে তার মা-বাবার সঙ্গে (সদাচরণের) নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভে ধারণ করে। আর তার দুধ ছাড়ানো হয় দুই বছরে; সুতরাং আমার শুকরিয়া ও তোমার মা-বাবার শুকরিয়া আদায় করো।’ (সুরা লুকমান: ১৪)

    নিচে মা-বাবার জন্য দোয়ার কিছু আদর্শ পদ্ধতি উল্লেখ করা হলো-

    নবীজি মা-বাবার জন্য যে দোয়া করবেন, সেটাও শিখিয়ে দিয়েছেন। দোয়াটি হলো: رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا (উচ্চারণ: রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা।)

    অর্থ: (হে আমাদের) পালনকর্তা! তাদের উভয়ের প্রতি দয়া কর; যেভাবে তারা আমাকে শৈশবে লালন-পালন করেছেন।

    যাদের মা-বাবা মৃত্যু বরণ করেছেন, তাদের জন্যও রসুল সা. দোয়া শিখিয়ে দিয়েছেন। দোয়াটি হলো:

    رَبَّنَا ٱغۡفِرۡ لِي وَلِوَٰلِدَيَّ وَلِلۡمُؤۡمِنِينَ يَوۡمَ يَقُومُ ٱلۡحِسَابُ (উচ্চারণ: রাব্বানাগ ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াক্বুমুল হিসাব।)

    অর্থ: হে আমাদের প্রতিপালক! রোজ কেয়ামতে আমাকে, আমার মা-বাবা ও সব মুমিনকে ক্ষমা করুন।

    আরেকটি দোয়া হলো: رَّبِّ ٱغۡفِرۡ لِي وَلِوَٰلِدَيَّ وَلِمَن دَخَلَ بَيۡتِيَ مُؤۡمِنٗا وَلِلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِۖ وَلَا تَزِدِ ٱلظَّٰلِمِينَ إِلَّا تَبَارَۢا (উচ্চারণ: রাব্বিগ ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, ওয়া লিমান দাখালা বাইতিয়া মু’মিনাও ওয়ালিল মু’মিনিনা ওয়াল মু’মিনাত। ওয়ালা তাজিদিজ জা-লিমিনা ইল্লা তাবারা।)

    অর্থ: হে আমার রব! আমাকে, আমার মা-বাবাকে, যে আমার ঘরে ঈমানদার হয়ে প্রবেশ করবে তাকে এবং মুমিন নারী-পুরুষদের ক্ষমা করুন এবং আপনি জালিমদের ধ্বংস ছাড়া আর কিছুই বাড়িয়ে দেবেন না।

    অতএব, সুসন্তান হিসেবে বাবা-মায়ের জন্য বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মা-বাবার জন্য কোরআনে বর্ণিত উল্লেখিত দোয়াগুলো সবসময় করার তাওফিক দান করুন। আমিন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031