• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    টরেন্ট মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি চলচ্চিত্র ‘নয়া মানুষ’ 

     dailybangla 
    13th Aug 2025 3:13 pm  |  অনলাইন সংস্করণ

    বিনোদন প্রতিবেদক: দর্শক ও সমালোচকদের প্রশংসা পাওয়া সোহেল রানা বয়াতি নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’ এবার জায়গা করে নিয়েছে টরেন্ট ফিল্ম ফোরাম আয়োজিত ৮ম টরেন্ট মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালে।

    গত বছরের ৬ ডিসেম্বর মুক্তি পাওয়া ছবিটি এবার আন্তর্জাতিক এই উৎসবে প্রদর্শিত হবে আগামী ২৫ আগস্ট স্থানীয় সময় রাত ৮টায়। এবারের আসর ২৪ থেকে ২৮ আগস্ট পর্যন্ত চলবে, যেখানে ২৮টি দেশের মোট ৪৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

    পরিচালক সোহেল রানা বয়াতি জানান, “‘নয়া মানুষ’ চলচ্চিত্রে বাংলাদেশের মানুষের অন্তরের দর্শন তুলে ধরা হয়েছে। প্রান্তিক মানুষ মানবতাবাদের কতটা উচ্চস্থানে বাস করে, তা দেখানোর চেষ্টা করেছি। আন্তর্জাতিক উৎসবে ছবিটি প্রদর্শিত হওয়া আমাদের জন্য আনন্দ ও গর্বের বিষয়। আমি বিশ্বাস করি, এই ধরনের চলচ্চিত্র ধীরে ধীরে দেশ-বিদেশের চলচ্চিত্রপ্রেমীদের অন্তরে জায়গা করে নেবে।”

    আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালুচরে’ উপন্যাস অবলম্বনে, মাসুম রেজার সংলাপ ও চিত্রনাট্যে নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশিষ খন্দকার, ঝুনা চৌধুরী, বদরুদ্দোজা, মাহিন রহমান ও নিলুফার ওয়াহিদসহ আরও অনেকে।

    বিআলো/এফএইচএস

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031