সিদ্ধিরগঞ্জে কলোনি থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার
dailybangla
13th Aug 2025 3:29 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কলোনি থেকে সাবিনা আক্তার লাকি (৩২) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডের শিমরাইল এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কলোনি থেকে লাশটি উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে, বিস্তারিত পরে জানানো হবে।
বিআলো/এফএইচএস