আসিফ মাহমুদের ঘোষণা: নির্বাচনকালীন সরকারে থাকছেন না
নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, তিনি আসন্ন জাতীয় নির্বাচনের সময় নির্বাচনকালীন সরকারে থাকবেন না।
গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রভিত্তিক ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ শীর্ষক অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও বিষয়টি শেয়ার করেছেন। তিনি বলেন, নির্বাচনকালীন সরকারে থাকছি না। রাজনীতির সঙ্গে যারা যুক্ত, তাদের নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয়।
এতে জনমনে কৌতূহল তৈরি হয়েছে যে, তিনি উপদেষ্টার দায়িত্ব ছেড়ে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবেন কি না এবং আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবেন কি না। তিনি জানিয়েছেন, ২০১৮ সাল থেকে রাজনীতিতে যুক্ত হওয়ায় নির্বাচনের তফসিল ঘোষণার আগে সরকার থেকে সরে যাবেন।
আসিফ মাহমুদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। এই আন্দোলনের নেতৃত্বে গত বছরের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়, যা পরে ছাত্র-জনতার অভ্যুত্থানে রূপ নেয়। এরপর গঠিত অন্তর্বর্তী সরকারে তিনি যোগ দেন।
বর্তমানে আন্দোলনের একাংশ ছাত্র সংগঠকরা সরকারে রয়েছেন। এনসিপি-র সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ হলেও আসিফ মাহমুদ ও তার সহযোগী মাহফুজ আলম তা অস্বীকার করেছেন।
বিআলো/এফএইচএস