• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নারায়ণগঞ্জ-গাজীপুর-সাভারে তিতাসের অভিযানে জরিমানা ও সংযোগ উচ্ছেদ 

     dailybangla 
    13th Aug 2025 8:22 pm  |  অনলাইন সংস্করণ

    দেশজুড়ে তিতাসের অবৈধ গ্যাস সংযোগবিরোধী অভিযান জোরদার

    নিজস্ব প্রতিবেদক: তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকার নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার ও কেরানীগঞ্জসহ বিভিন্ন এলাকায় একাধিক মোবাইল কোর্টের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

    নারায়ণগঞ্জের বন্দর এলাকায় জনাব হাছিবুর রহমান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রায় ৩০টি অবৈধ আবাসিক ডাবল বার্নার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া ২৬০ ফুট পাইপলাইন, ৪টি স্টার বার্নার, ১টি মোডিফাইড বার্নার, ২টি ডাবল বার্নার ও ২টি রেগুলেটর জব্দ করা হয়। এ সময় ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

    গাজীপুরের জয়দেবপুর এলাকায় বকেয়া ও অতিরিক্ত চুলার কারণে মোট ১৩টি রাইজারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যার মধ্যে ছিল দ্বিমুখী, একমুখী ও বিলবইবিহীন রাইজারের চুলা।

    সাভারের আশুলিয়া এলাকায় সৈকত রায়হানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৩টি অবৈধ বাণিজ্যিক ও ৯টি মিটারবিহীন আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। প্রায় ০.২ কিলোমিটার বিতরণ লাইন উচ্ছেদ ও ১০০ মিটার পাইপ জব্দের পাশাপাশি দুই মামলায় মোট দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

    কেরানীগঞ্জে সিমন সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে ২টি অবৈধ তারের কারখানা ও ১টি অবৈধ খানাঢুলি কারখানার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ৩টি বুস্টার, ২টি পাইপ বার্নার, ১টি আবাসিক রেগুলেটর এবং ২৬০ ফুট জিআই পাইপ জব্দ করা হয়, যা থেকে মাসে প্রায় ৬ লাখ টাকার গ্যাস সাশ্রয় সম্ভব হবে।

    তিতাস গ্যাস জানায়, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ১২ আগস্ট পর্যন্ত পরিচালিত অভিযানে ২৯৬টি শিল্প, ৩৩১টি বাণিজ্যিক ও ৬৩,৯৮৯টি আবাসিক সংযোগসহ মোট ৬৪,৬১৬টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সময়ে ১,২৩,০৯২টি বার্নার অপসারণ ও ২৪৬.৫ কিলোমিটার পাইপলাইন উচ্ছেদ করা হয়েছে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031