দুর্গা মন্দিরের ‘যাত্রা’-র পথে মেঘভাঙা বৃষ্টি ! জম্মুতে কমপক্ষে ১০ জনের মৃত্যুর আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক: প্রকৃতির রোষে এবার পড়ল জম্মু ও কাশ্মীরের জেলার কিশতোয়ার। উত্তরাখণ্ডের উত্তরকাশী এবং হিমাচল প্রদেশের কুল্লু, মানালি, লাহুল, স্পিতির মতো জায়গায় প্রাকৃতিক বিপর্যয়ের পরে কিশতোয়ারে মেঘভাঙা বৃষ্টি হল। তার জেরে অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জম্মু ও কাশ্মীরের কিশতোয়ার জেলার চশোতিতে মেঘভাঙা বৃষ্টির জেরে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জানিয়েছেন, দ্রুত উদ্ধারকাজের জন্য জেলা প্রশাসন, পুলিশ, ভারতীয় সেনা, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন।কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, কিশতোয়ারের চশোতি এলাকায় ভয়াবহ মেঘভাঙা বৃষ্টি হয়েছে বলে জম্মু ও কাশ্মীর বিধানসভার বিরোধী দলনেতা তথা স্থানীয় বিধায়ক সুনীল কুমারের থেকে জানতে পেরেছেন। যেখানে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে, তা ‘মাছেল যাত্রার’ রুটে হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। পুরো ঘটনায় সকলেই হতবাক হয়ে গিয়েছেন বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।
সেই পরিস্থিতিতে উদ্বেগ আরও বেড়েছে। এবার ২৫ জুলাই থেকে ৩০ কিলোমিটার ‘মাছেল যাত্রার’ শুরু হয়েছে। ট্রেক করে ‘মাছেল মাতা’ মন্দিরে (দুর্গা মন্দির) পৌঁছাতে হয়। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত জম্মু ও কাশ্মীরের অন্যতম জনপ্রিয় যাত্রা চলার কথা আছে। যাতে হাজার-হাজার পুণ্যার্থী অংশগ্রহণ করেন। ফলে যাত্রার রুটে প্রাকৃতিক বিপর্যয় হলে পরিণতি ভয়ংকর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ভয়াবহ বিপর্যয়ের জেরে ‘মাছেল মাতা যাত্রা’ স্থগিত করে দেওয়া হয়েছে। তারইমধ্যে যেখানে বিপর্যয় নেমেছে, সেখানে উদ্ধারকাজের উপরে নজরদারির জন্য ইতিমধ্যে রওনা দিয়েছেন কিশতোয়ারের ডেপুটি কমিশনার পঙ্কজকুমার শর্মা, সিনিয়র পুলিশ সুপার নরেশ সিং-সহ অন্যান্য শীর্ষ আধিকারিকরা। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন মহকুমা শাসক।সেই বিপর্যয় নিয়ে জম্মু ও কাশ্মীরের বিরোধী দলনেতা বলেছেন, ‘আমার মতে, এই মুহূর্তে কারও কাছে (হতাহতের) আসল সংখ্যা নেই। কিন্তু আমার মনে হয় যে ওই এলাকায় বড়সড় ক্ষতি হয়েছে।’ সেইসঙ্গে তিনি জানিয়েছেন, এখন যে ‘মাছেল মাতা যাত্রা’ হচ্ছিল, সেটার জন্যই ওই এলাকায় প্রচুর মানুষ ছিলেন।
বিআলো/ইমরান