কুষ্টিয়ার দৌলতপুর থানা পরিদর্শন করলেন খুলনার রেঞ্জ ডিআইজি
সুমন মাহমুদ,কুষ্টিয়া: খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক, পিপিএম মহোদয় দৌলতপুর থানা, কুষ্টিয়া পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি থানা প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি খুলনা আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অগ্রাধিকার, মাঠপর্যায়ের চ্যালেঞ্জ এবং করণীয় ও বর্জনীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি উপস্থিত সুধীজনদের পুলিশের সেবা সম্পর্কে যে কোনো অভিযোগ বা মতামত তাৎক্ষণিকভাবে অভিযোগ বক্সে প্রদানের আহ্বান জানান। এছাড়াও সুধী সমাবেশে আগত ব্যক্তিবর্গের তাৎক্ষণিক প্রশ্নের উত্তর প্রদান এবং প্রয়োজনীয় আইনগত সহায়তা দিতে দৌলতপুর থানাসহ সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জদের নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুষ্টিয়া মোঃ ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), কুষ্টিয়া প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল মোঃ জাহাঙ্গীর আলম, সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল), কুষ্টিয়া মোঃ রাফিউল রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) অফিসার ইনচার্জ, দৌলতপুর থানা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ। সুধী সমাবেশ ও মতবিনিময় সভাটি একটি সফল ও হৃদয়গ্রাহী পরিবেশে অনুষ্ঠিত হয়।
বিআলো/ইমরান