গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: মাদারীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
মো. হেমায়েত হোসেন খান, মাদারীপুর প্রতিনিধি: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার দ্রুত বিচার ও সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে মাদারীপুর রিপোর্টার্স ইউনিটি ও জেলার কর্মরত সাংবাদিকদের উদ্যোগে প্রেসক্লাব চত্বরে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
বক্তারা বলেন, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে—যা অত্যন্ত বেদনাদায়ক। তারা হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বক্তারা আরও বলেন, দেশে ক্রমবর্ধমান সাংবাদিক নির্যাতনের ফলে পেশাগত নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সুরক্ষা আইন কার্যকরভাবে বাস্তবায়নের আহ্বান জানান তারা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মাদারীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুবল বিশ্বাস এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মনজুর হোসেন। এসময় উপস্থিত ছিলেন সহসভাপতি সেলিম ফরাজী, বেলাল খান খালেদ, অ্যাডভোকেট আবুল হাসান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহাগ, মাসুদ সরদার, সাংবাদিক সঞ্জয় কর্মকর অভিজিৎ, গাউছ উর রহমান, ফায়জুল শরীফ, আজমল হুদা ঢালী, রাহাত হোসাইন প্রমুখ।
বিআলো/তুরাগ