মাদারীপুরের ডাসারে গুদাম চুরি: ৫ লাখ টাকার ধান-পাট উধাও, আতঙ্কে ব্যবসায়ীরা
ডাসারে গুদাম ফাঁকা, উধাও ১৬৫ বস্তা ধান ও ৩০ মন পাট, নিরাপত্তা বাড়ানোর দাবি
মো. হেমায়েত হোসেন খান, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের ডাসার উপজেলার ঢাকা–বরিশাল মহাসড়কের ভাঙ্গাব্রিজ এলাকার আল্লার দান এন্টারপ্রাইজ গুদাম থেকে প্রায় পাঁচ লাখ টাকার ধান ও পাট চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে ট্রাকে করে ১৬৫ বস্তা ধান ও ৩০ মন পাট চুরি হয় বলে জানা গেছে।
ভুক্তভোগী নাসির খান, বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকার গোলাম মাওলা খানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভাঙ্গাব্রিজ এলাকায় ধান ও পাটের আরৎ ব্যবসা করে আসছেন।
বৃহস্পতিবার সকালে গুদামে এসে তিনি দেখতে পান, দরজার তালা ভাঙা এবং ভেতরের পণ্য উধাও। নাসির খান জানান, “গুদামের ১৬৫ বস্তা ধান ও ৩০ মন পাট নেই—সব ট্রাকে করে নিয়ে গেছে চোরেরা।”
প্রতিবেশী ইভা বেগম বলেন, “রাত ২টা ৩০ মিনিটের দিকে দেখি একটি ট্রাকে ধান তোলা হচ্ছে। ভেবেছিলাম প্রতিদিনের মতোই গুদামের লোকজন কাজ করছে। কিন্তু সকালে শুনি সব চুরি হয়ে গেছে।”
পার্শ্ববর্তী গুদামের মালিক দেলোয়ার হোসেন দিলীপ বলেন, “এ ধরনের ঘটনা আগে কখনো হয়নি। এটি পরিকল্পিত চুরি। মহাসড়কে টহল পুলিশের গাড়ি চলাচল করলেও স্থায়ীভাবে টহলের ব্যবস্থা করা জরুরি, নইলে আমরা নিরাপদে ব্যবসা করতে পারব না।”
ডাসার থানার ওসি শেখ মোহাম্মদ এহ-তেশামুল ইসলাম জানান, “ঘটনার পর থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত চলছে, তথ্য মিললেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বিআলো/তুরাগ