ফেনীতে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার: ছাত্রদল নেতা আটক
নিজস্ব প্রতিবেদক: ফেনী সদরে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ দুই ছাত্রদল নেতা আটক হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) দিনগত রাতে উপজেলার ফাজিলপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। শনিবার সকালে অভিযানের সংশ্লিষ্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন, ফেনী জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ইমাম হোসেন (৩২) এবং ফেনী সদর উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক মুরাদ হোসেন (৩০)।
যৌথবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন বলেন, বিষয়টি এখনো অবগত নই। এটি কোনো ষড়যন্ত্র কিনা তা খোঁজখবর নিচ্ছি। তবে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে সাংগঠনিক বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান জানান, দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
বিআলো/এফএইচএস