মাদারীপুরে রাতের আঁধারে প্রবাসীর বাড়িঘরে হামলা ও ভাংচুরের অভিযোগ
মোঃ হেমায়েত হোসেন খান, মাদারীপুর: মাদারীপুরের ডাসারে স্পেন প্রবাসীর বসতঘরে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে দুই প্রতিবেশীর বিরুদ্ধে।
ভূক্তভূগী পরিবার সূত্রে জানাযায় বুধবার (১৩ আগস্ট) রাত দশটার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব পূয়ালী গ্রামের সৈয়দ আব্দুল আলিম এর বসত ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে একেই এলাকার মীর এনায়েত হোসেনের ছেলে মীর ডালিম ও তার ছোট ভাই মীর বাপ্পি।
ভুক্তভোগী সৈয়দ আব্দুল আলিম এর স্ত্রী রুবিয়া বেগম বলেন,রাত দশটার দিকে মীর ডালিম ও মীর বাপ্পি দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আমারদের বাড়িতে হঠাৎ করে হামলা চালায়। এসময় আমরা কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা ঘরের ভিতরে প্রবেশ করে একটি শোকেস,একটি আলমারি ভাঙচুর করে এছাড়া একটি ওভেন একটি ফ্রিজ কুপিয়ে নষ্ট করে ফেলে।
তিনি আরো বলেন, আমার বড় ছেলে মাসুদ স্পেনে থাকে ছোট ছেলে পলাশ ঢাকায় এবং আমার মেয়ে ব্রাক এনজিওর ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছে,বাড়িতে আমার মেয়ে এবং আমি থাকি, এসময় হামলাকারীরা শোকেজে ভিতরে রাখা আমার মেয়ের নগদ ৫০ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
এসময় ভুক্তভোগী রুবিয়া বেগম ট্রিপল নাইনে ফোন দিয়ে পুলিশের সহায়তা চান। পরে পুলিশ আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। পরের দিন সকালে ডাসার থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং ডাসার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমি সন্ত্রাসীদের বিচার চাই।
এবিষয়ে মীর ডালিম এর মায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, ডালিম অসুস্থ সে এই মুহূর্তে কিছুই বলতে পারবে না,আপনারা পরে যোগাযোগ করেন।
এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ এহে-তাশামুল ইসলাম বলেন, এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
বিআলো/এফএইচেএস