সাভারে টিসিবির পণ্য পাচারের সময় চালক গ্রেফতার
মো. খালেক: ঢাকা জেলা ডিবি (উত্তর) কর্তৃক সরকারি টিসিবির বিপুল পরিমাণ পণ্যসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক ও সুযোগ্য পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম-এর দিকনির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ১২ আগস্ট রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সাভার মডেল থানাধীন বিরুলিয়া রোড দিয়ে একটি পিকআপে করে টিসিবির পণ্য অবৈধভাবে পাচার হচ্ছে।
পরবর্তীতে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জের নেতৃত্বে চৌকস টিম রাত আড়াইটার দিকে বিরুলিয়া রাজাশন, কালিয়াকৈর এলাকা থেকে পিকআপ চালক মোঃ লিটন মিয়া (৩৯) কে গ্রেফতার করে। তার বাড়ি শরিয়তপুর জেলার নড়িয়া থানার উত্তর হালিশর গ্রামে হলেও বর্তমানে তিনি গাজীপুরের টঙ্গী মধুপুর এলাকায় বসবাস করছিলেন। এসময় টিসিবির পণ্যবাহী একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৭-৩৭৮৩) জব্দ করা হয়।
তল্লাশিতে উদ্ধারকৃত সরকারি টিসিবি পণ্যসমূহ হলো—
সয়াবিন তেল: ১০০ কার্টন (প্রতি কার্টনে ১৮ লিটার) সর্বমোট ১,৮০০ লিটার।
আটা: ৩০ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) সর্বমোট ১,৫০০ কেজি।
চিনি: ১৬ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) সর্বমোট ৮০০ কেজি।
মুসুর ডাল: ২৭ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) সর্বমোট ১,৩৫০ কেজি।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বিআলো/তুরাগ