মুকসুদপুরে স্ত্রীকে তালাক দিয়ে ছেলেকে সাথে নিয়ে দুধ দিয়ে গোসল
বাদশাহ মিয়া, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী গ্রামে ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। স্ত্রীকে তালাক দেওয়ার পর নিজ ছেলে মিনহাজ শেখকে (১০) সাথে নিয়ে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করেছেন সাইফুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি। ঘটনাটি শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪টার দিকে ঘটে এবং মুহূর্তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলামের স্ত্রী রোজিনা বেগমের সঙ্গে তার ১২ বছরের দাম্পত্য সম্পর্ক ছিল। তবে দীর্ঘদিন ধরে কলহ, মানসিক ও শারীরিক নির্যাতনের কারণে সংসার ভেঙে যায়। অবশেষে শুক্রবার বিকেলে সাইফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে স্ত্রীকে তালাক দেন। তালাকের পরপরই বাড়ির গেটের সামনে বালতি ভর্তি দুধ-মেশানো পানি দিয়ে ছেলেকে সাথে নিয়ে গোসল করেন তিনি।
সাইফুল ইসলাম বলেন, “গত ১২ বছর আমি ও আমার ছেলে নানা নির্যাতনের শিকার হয়েছি। আজ তালাকের মাধ্যমে সেই দুঃসহ অধ্যায়ের ইতি ঘটেছে। তাই আনন্দের প্রকাশ হিসেবে দুধ দিয়ে গোসল করেছি।”
এ ঘটনায় গ্রামে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় এক জনপ্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে জানান, দাম্পত্য জীবনের কলহ প্রকাশ্যে এভাবে সামনে আসা দুঃখজনক হলেও তালাক-পরবর্তী এই আচরণে এলাকাবাসীর মধ্যে কৌতূহল ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বিআলো/তুরাগ