বাংলাদেশ ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
dailybangla
16th Aug 2025 9:37 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: উত্তরার দিয়াবাড়ীতে বাংলাদেশ ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৬ই আগস্ট) বাংলাদেশ ক্লাবের ইজিএম মিটিং এর মধ্য দিয়ে উত্তরা ১৬ নং সেক্টরের দিয়াবাড়ীতে এই ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ আহমেদ। বিশেষ এই আয়োজনের সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্লাবের প্রেসিডেন্ট, বিশিষ্ট শিল্পপতি ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ।
বাংলাদেশ ক্লাব বর্তমানে উত্তরা ৪ নং সেক্টরে অবস্থিত। নতুন ভবন নির্মাণের মাধ্যমে ক্লাবটির কার্যক্রম আরও বিস্তৃত ও আধুনিকায়নের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
বিআলো/তুরাগ