অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী লঞ্চের নিরাপত্তায় কোস্ট গার্ড
নিজস্ব প্রতিবেদক: অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী লঞ্চের নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (১৬ আগস্ট) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১৫ আগস্ট দুপুর ২টায় পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি বাগেরহাট-২ লঞ্চটি জোয়ার-ভাটা ও অন্যান্য কারণে যথাসময়ে পৌঁছাতে দেরি হয়। এতে ক্ষুব্ধ যাত্রীরা লঞ্চ স্টাফদের সঙ্গে অশোভন আচরণ ও ভাঙচুর শুরু করে।
এ পরিস্থিতিতে লঞ্চ কর্তৃপক্ষ কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-তে যোগাযোগ করলে, স্টেশন পাগলা থেকে একটি নিরাপত্তা দল হাই-স্পিড বোটযোগে ঘটনাস্থলে পৌঁছে।
পরে কোস্ট গার্ড সদস্যরা যাত্রী ও লঞ্চ স্টাফদের মধ্যে সমঝোতা করে পরিস্থিতি শান্ত করেন এবং যাত্রীদের নিরাপদে লঞ্চ ত্যাগে সহায়তা করেন।
লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি আরও বলেন, “দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”
বিআলো/তুরাগ