ঢাকা-সিলেট মহাসড়ক: ভোগান্তি নিরসনে দ্রুত ৬ লেন নির্মাণের দাবি
১২ ঘণ্টার বেশি সময় লাগছে ঢাকা-সিলেট পথে, মানববন্ধনে ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত শেষ করা ও নিত্যদিনের ভয়াবহ যানজট নিরসনের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ।
শনিবার আয়োজিত এ মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অর্থনীতি, বৈদেশিক মুদ্রা অর্জন ও পর্যটনে সিলেট বিভাগের অবদান অনস্বীকার্য হলেও মহাসড়কে দীর্ঘ যানজটের কারণে যাত্রী ও প্রবাসীরা নানামুখী ভোগান্তির শিকার হচ্ছেন।
বক্তারা জানান, সিলেট বিভাগের প্রবাসীরা দেশের মোট বৈদেশিক মুদ্রার প্রায় ৬৫ শতাংশ যোগান দিচ্ছেন। অথচ ঢাকা থেকে সিলেট যেতে বর্তমানে সড়কপথে ১২ থেকে ১৮ ঘণ্টা সময় লেগে যাচ্ছে। বিশেষ করে রূপসী থেকে কাঁচপুর ব্রিজ, বারৈচাবাজার এবং আশুগঞ্জ থেকে বিশ্বরোড মোড় পর্যন্ত প্রতিদিন ভয়াবহ যানজট লেগেই থাকে। এ অবস্থায় ৬ লেনের কাজ দ্রুত শেষ করা এবং যানজট নিরসন এখন সময়ের অপরিহার্য দাবি।
মানববন্ধনে বক্তব্য রাখেন সি এম কয়েস সামী, সভাপতি, জালালাবাদ এসোসিয়েশন ঢাকা; ডা. কামরুল হাসান তরফদার, সভাপতি, হবিগঞ্জ এসোসিয়েশন ঢাকা; আব্দুল মজিদ চৌধুরী ও আকবর হোসেন মঞ্জু, সহ-সভাপতি, জালালাবাদ এসোসিয়েশন ঢাকা; ড. জিয়াউল ইসলাম মুনশি, সদস্য, বিআইডাব্লিউটিএ; ক্যাপ্টেন মিজানুর রহমান, সহ-সভাপতি, সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ; এ এফ এম সাইফুদ্দিন শফিক, বিশিষ্ট সমাজসেবক ও নির্বাহী সদস্য; হাবিবুর রহমান বাবলা, সাধারণ সম্পাদক, মৌলভীবাজার জেলা সমিতি ঢাকা; সাইদুল হক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক পরিষদ; ইন্তেসার আহমেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক; রেসাদ আহমেদ চৌধুরী, আহ্বায়ক মানববন্ধন বাস্তবায়ন কমিটি; শাহীন আহমেদ খান, আমীর, জামায়াতে ইসলাম বাংলাদেশ, পল্টন থানা; মাহবুবুল আলম মালু, বিশিষ্ট সমাজসেবক; কায়সার হামিদ, সাবেক জাতীয় ফুটবলার; রিপন কবির লস্কর, সাংগঠনিক সম্পাদক, জালালাবাদ এসোসিয়েশন; শফিকুল ইসলাম সজল, দপ্তর সম্পাদক; আনোয়ার হোসেন শিপলু, সাংগঠনিক সম্পাদক পরিষদ; এশতাকুর রহমান, অর্থ সম্পাদক; অধ্যাপক রাকিব খান, সাধারণ সম্পাদক, বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ; তানজিল মোক্তাদির রাফী, প্রচার সম্পাদক, মৌলভীবাজার সমিতি ঢাকা প্রমুখ।
এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আইনজীবী, শিক্ষাবিদ, সমাজসেবক, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।
বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করতে হবে এবং যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে তারা সরকারের সর্বোচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করেন।
বিআলো/তুরাগ