যুক্তরাষ্ট্রে মহাশক্তি নিয়ে ধেয়ে আসছে হ্যারিকেন ‘অ্যারিন’
আন্তর্জাতিক ডেস্ক: অত্যন্ত শক্তিশালী রূপ নিয়ে আটলান্টিক মহাসাগরে ধেয়ে আসছে হ্যারিকেন ‘অ্যারিন’। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে এটি ভয়াবহ গতিতে শক্তি অর্জন করেছে এবং এখন এটি ক্যাটাগরি-৫ মাত্রার একটি হ্যারিকেনে পরিণত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টার জানিয়েছে, হ্যারিকেনটির সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতি বর্তমানে ঘণ্টায় ২৬০ কিলোমিটার বা ১৬০ মাইল, যা একে বছরের অন্যতম বিপজ্জনক ঘূর্ণিঝড়ে পরিণত করেছে।
বিবিসি জানায়, হ্যারিকেন অ্যারিন বর্তমানে ক্যারিবীয় সাগরে অবস্থান করছে এবং লিওয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিন দ্বীপপুঞ্জ ও পুয়ের্তো রিকোর উত্তর দিক অতিক্রম করবে। এতে সর্বোচ্চ ৬ ইঞ্চি (১৫ সেমি) বৃষ্টি হতে পারে, যা আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়াবে।
ঝড়টি ২০২৫ সালের আটলান্টিক মৌসুমের প্রথম হ্যারিকেন। আপাতত যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে সরাসরি আঘাতের পূর্বাভাস নেই। তবে ফ্লোরিডা, মিড-অ্যাটলান্টিক অঙ্গরাজ্য ও বারমুডায় প্রাণঘাতী ঢেউ ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রবল বাতাসের কারণে ভার্জিন দ্বীপপুঞ্জ ও পুয়ের্তো রিকোর কিছু বন্দর ও জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
এনওএএ জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে ক্যাটাগরি-৪ ও ক্যাটাগরি-৫ মাত্রার শক্তিশালী ঝড়ের সংখ্যা বাড়ছে এবং এ বছর আটলান্টিকে স্বাভাবিকের চেয়ে বেশি হ্যারিকেনের পূর্বাভাস রয়েছে।
বিআলো/শিলি