ভোলাগঞ্জে সাদা পাথর লুট প্রশাসনের যোগসাজশ: রিজওয়ানা হাসান
নিজস্ব প্রতিবেদক: সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটের ঘটনায় প্রশাসনের যোগসাজশের অভিযোগ তুলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তবে এ নিয়ে তার বক্তব্যকে অনেকেই বকব্য বা দায়সারা মন্তব্য হিসেবে দেখছেন।
রোববার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, উপদেষ্টারা কোথায় পর্যন্ত যেতে পারেন, সেটার সীমা আছে। আমরা নীতিমালা প্রণয়ন করি, কিন্তু মাঠপর্যায়ে তা বাস্তবায়ন করা প্রশাসনের দায়িত্ব। পাথর কতটুকু লুট হলো, সেটা আমার দেখার বিষয় নয়।
তিনি আরও দাবি করেন, পাথর লুট রোধে প্রশাসনকে উৎসাহ দিতে তিনি ও আরেক উপদেষ্টা মাঠে গিয়েছিলেন। কিন্তু ফেরার পথে তাদের গাড়ি ঘিরে অশ্লীল বিক্ষোভ করা হয়। এরপরই কয়েকদিন ব্যাপক অভিযান চালিয়ে পাথর ভাঙার মেশিন বন্ধ করে দেওয়া হয়েছিল।
প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তিনি বলেন, সর্বদলীয় ঐক্যের কারণে প্রশাসন নিশ্চয়ই যোগসাজশে ছিল অথবা নীরব থেকেছে।
তবে সমালোচকরা মনে করছেন, জনগণের কাছে দায়িত্ব অস্বীকার করে রিজওয়ানা হাসানের এই বক্তব্য মূলত বকব্য ছাড়া আর কিছু নয়। তাদের মতে, সরকার ও উপদেষ্টাদের দায়িত্ব শুধু নীতি প্রণয়ন নয়, বরং বাস্তবায়ন নিশ্চিত করাও।
বিআলো/এফএইচএস